শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সালমান রুশদি ভেন্টিলেশনে

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৪০, ১৩ আগস্ট ২০২২

২৯২

সালমান রুশদি ভেন্টিলেশনে

‘স্যাটানিক ভার্সেস’ বইয়ের লেখক বিশ্বব্যাপী আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে সাহিত্য বিষয়ক এক অনুষ্ঠানে উপর্যপুরি ছুরিকাঘাতের শিকার হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়। আঘাতজনিত কারণে তিনি তার একটি চোখ হারাতে পারেন বলে আশংকা করা হচ্ছে। তার ইসলাম বিদ্বেষী বিভিন্ন লেখার কারণে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু হুমকির মুখে পড়েন। খবর এএফপি’র।

রুশদীর এজেন্ট অ্যান্ড্রিউ ইউলি বলেন, এ হামলার শিকার হওয়ায় ‘সালমান রুশদি একটি চোখ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ হামলায় তার হাতের নার্ভ ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত রুশদি কথা বলতে পারছেন না।

নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ এ হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় পেয়েছে। নিউজার্সির ফেয়ারফিল্ড থেকে আসা ২৪ বছর বয়সী এ ব্যক্তির নাম হাদি মাতার। তবে এ হামলার সম্ভাব্য উদ্দেশ এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ জানায়, রুশদির ঘাড় ও তলপেটে ছুরিকাঘাত করা হয়। এ সময় কয়েকজন মঞ্চে উঠে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে সেখান থেকে নিচে নামিয়ে আনে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত