শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জর্ডানের আকাবা বন্দরে ক্লোরিন গ্যাস নিঃসরণে ১৩ জনের প্রাণহানী

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৪৩, ২৮ জুন ২০২২

৪১০

জর্ডানের আকাবা বন্দরে ক্লোরিন গ্যাস নিঃসরণে ১৩ জনের প্রাণহানী

জর্ডানের আকাবা বন্দরের ডকসাইডে বিষাক্ত ক্লোরিন গ্যাস নি:সরণে অন্তত ৪ জন এশীয় অভিবাসীসহ ১৩ জন প্রাণ হারিয়েছে। সোমবারের দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়া ২৫০ জনেরও বেশি লোকের মধ্যে প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের অধিকাংশই ক্লোরিন গ্যাসে প্রভাবে শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছে। 

আকাবার ইসলামিক হাসপাতালের চিকিৎসক ডা. রুবা আআমাউই বলেন, "অসুস্থদের সবাই শ্বাসকষ্টসহ একই ধরনের উপসর্গে ভুগছেন।"

আহতদের একজন ২৫ বছর বয়সী সার কারখানার কর্মচারী আসাদুল্লাহ আল-জাজি বলেন, "আমরা কোনো বিস্ফোরণের শব্দ শুনিনি। আমরা শুধু বিষাক্ত কিছুর গন্ধ পেয়েছি এবং হলুদ ধোঁয়া দেখেছি, তারপর সেখানে লোকজনের দম বন্ধ হয়ে আসছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মাজেন আল-ফারায়া বলেন, মঙ্গলবার বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। তরলীকৃত গ্যাসভর্তি একটি ট্যাঙ্ক জাহাজে তোলার সময় সেটি পড়ে গিয়ে বিষ্ফোরণ ঘটলে ক্লোরিন ছড়িয়ে যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত