শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নরওয়েতে পশ্চিমাদের সঙ্গে বৈঠকে তালেবান 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩৬, ২৪ জানুয়ারি ২০২২

২৮৮

নরওয়েতে পশ্চিমাদের সঙ্গে বৈঠকে তালেবান 

নরওয়েতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন আফগানিস্তানের তালেবান সদস্যরা। গত বছরের মধ্য আগস্টে আবার দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউরোপ তথা পাশ্চাত্যে এটাই তালেবানের প্রথম আনুষ্ঠানিক আলোচনায় বসার ঘটনা। 

তিন দিনের এই আলোচনায় মূলত মানবাধিকার এবং মানবিক সঙ্কট নিয়ে আলোচনা করা হবে। 

জাতিসংঘ বলছে, চরম অর্থনৈতিক সঙ্কটে পড়া আফগানিস্তানের ৯৫ শতাংশ নাগরিকের যথেষ্ট পরিমাণ খাদ্যের সংস্থান নেই। 

সমালোচকরা দাবি করেছেন, কট্টরপন্থী তালেবানের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হচ্ছে যা উচিত নয়। এ নিয়ে ইউরোপে কয়েকটি বিক্ষোভও হয়েছে। 

রবিবার তালেবান সদস্যরা আফগান মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। তবে সেই বৈঠকের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত