শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুসলিম হওয়ার কারণে পদচ্যুতি, দাবি সাবেক ব্রিটিশ মন্ত্রীর

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৩৫, ২৩ জানুয়ারি ২০২২

৩২২

মুসলিম হওয়ার কারণে পদচ্যুতি, দাবি সাবেক ব্রিটিশ মন্ত্রীর

নুসরাত ঘানি
নুসরাত ঘানি

ব্রিটেনের একজন সাবেক মন্ত্রী জানিয়েছেন মুসলিম ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে বরিস জনসনের কনজার্ভেটিভ সরকারের মন্ত্রিত্বের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

ওই অভিযোগকারীর নাম নুসরাত ঘানি (৪৯)। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তাকে জুনিয়র ট্রান্সপোর্ট মিনিস্টারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি বলেছেন, জনৈক হুইপ তাকে জানিয়েছেন তাকে পদচ্যুত করার কারণ হিসেবে তার ধর্মীয় বিশ্বাসকে সামনে আনা হয়েছিল।

ওই হুইপের নাম মার্ক স্পেন্সার। তিনি এ অভিযোগকে অস্বীকার করে বলেছেন এটি মিথ্যা এবং তিনি কখনো এরকম কিছু ঘানিকে বলেননি।

এ অভিযোগ প্রকাশ্যে আসার পর খোদ সরকারদলের অনেক সদস্য তদন্তের দাবি করেছেন। এদের মধ্যে আছেন কনজার্ভেটিভ দলের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ, শিক্ষামন্ত্রী নাদিম জাহাই ইত্যাদি।

সূত্র: দ্য সানডে টাইমস

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত