বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এ বছরই জিরকন হাইপারসনিক মিসাইল পাবে রাশান নৌবাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:২৩, ২১ জানুয়ারি ২০২২

৩৪৬

এ বছরই জিরকন হাইপারসনিক মিসাইল পাবে রাশান নৌবাহিনী

জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল
জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল

রাশিয়ার স্টেট-অব-দ্য-আর্ট জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের শেষ মুহূর্তের পরীক্ষা চলছে। এ বছরের শেষ দিকে দেশটির নৌবাহিনী এটি হাতে পাবে বলে রাশিয়ার একজন ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জানিয়েছেন।

এর আগে এ মিসাইল বানিয়ে খবরে এসেছিল রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নৌকমান্ডার এটিকে আমেরিকার জন্য হুমকিস্বরূপ হিসেবে বর্ণনা করেছেন।

জিরকন হাইপারসনিক মিসাইল সাত বছর ধরে পরীক্ষা করছে রাশিয়া। এটি ফ্রিগেট ও সাবমেরিন উভয় থেকে নিক্ষেপ করা যায়। রাশিয়া হোয়াইট সি-তে এ মিসাইলের বেশিরভাগ পরীক্ষা চালিয়েছে।

প্রায় ম্যাক ৯ (৯৮০০-১১০২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা) গতিতে লক্ষবস্তুতে আঘাত করতে পারে জিরকন মিসাইল। এটি একটি অ্যান্টি-শিপ মিসাইল। তবে এটি ব্যবহার করে ভূমিতে থাকা যেকোনো লক্ষ্যেও হামলা চালানো সম্ভব।

সূত্র: আরটি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত