বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান, নিহত ২৬

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৩৮, ১৮ জানুয়ারি ২০২২

৩৭০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান, নিহত ২৬

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি)) বাদঘিস প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। 

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন চার জন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। 

প্রদেশের মুকর জেলায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এমনিতেই মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে দেশটি। কারণ পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং বিদেশে থাকা সম্পদও আটকে দিয়েছে। এরইমধ্যে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় সেখানের মানুষের সমস্যা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। পার্বত্য এলাকায় ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেই ভূমিকম্পের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের প্রাণহানি হয়েছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত