বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরের মহামারি হতে পারে আরও প্রাণঘাতী: বিজ্ঞানী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৩৭, ৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৪:৫০, ৬ ডিসেম্বর ২০২১

৩০৭

পরের মহামারি হতে পারে আরও প্রাণঘাতী: বিজ্ঞানী

ডেম সারাহ গিলবার্ট
ডেম সারাহ গিলবার্ট

আগামীতে মহামারির আরও আক্রমণ ঘটবে এবং সেটি হবে আগের চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী। এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন একজন বিজ্ঞানী।

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা'র কোভিড টিকা তৈরিকারী বিজ্ঞানীদের মধ্যে একজন, অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট এক বক্তৃতায় এ তথ্য জানান।

৪৪তম ডিম্বলেবি লেকচার-এ বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন মারাত্মক ভাইরাসেরে বিরুদ্ধে চালানো বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি কোনোভাবেই হারানো যাবে না। খবর বিবিসি'র।

ডেম সারাহ'র ভাষায়, "আমাদের ওপর কোনো ভাইরাসের এটাই শেষ আক্রমণ নয়। সত্যি কথা হলো, পরের মহামারি আরও বেশি প্রাণঘাতী হতে পারে। এটি হতে পারে আগের চেয়ে বেশি সংক্রামক, অথবা বেশি প্রাণনাশক, অথবা উভয়ই।"

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত