বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারীর সম্মতি ছাড়া বিয়ে করা যাবে না: তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক

২০:৪২, ৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ২০:৫৩, ৩ ডিসেম্বর ২০২১

৪১৮

নারীর সম্মতি ছাড়া বিয়ে করা যাবে না: তালেবান

আফগানিস্তানের শাসনরত তালেবান সরকার শুক্রবার (০৩ ডিসেম্বর) নতুন এক ফরমানে জানিয়েছে নারীদের 'সম্পত্তি' হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিবাহের ক্ষেত্রে নারীর সম্মতির প্রয়োজন হবে।

তবে নতুন এ হুকুমে নারীদের ঘরের বাইরে গিয়ে শিক্ষা ও কাজ করার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। খবর রয়টার্স-এর।

তালেবানের মুখপাত্র জাবিহিল্লাহ মুজাহিদের ঘোষণা করা ওই ফরমানে বলা হয়েছে, "একজন নারী সম্পত্তি নন বরং আদর্শ ও স্বাধীন মানুষ। কেউ কোনো নারীকে অন্য কারও সাথে বিনিময় করতে পারবে না।" এ হুকুমপত্রে আরও বলা হয় বিধবা নারীরা তাদের প্রয়াত স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন।

তালেবান সরকার বর্তমানে নারীদের অধিকার বজায় রাখার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে আছে। বিশ্বের অনেক দেশ ও সংস্থা আফগানিস্তানে সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে। নারীদের বাড়ির বাইরে গিয়ে শিক্ষাগ্রহণ ও কাজ করার অনুমতি না থাকাকে সবচেয়ে উদ্বেগজনক বলে বিবেচনা করছে আন্তর্জাতিক মহল।

তালেবানের নতুন এ ঘোষণাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেকে এটিকে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন। তবে তারা চান তালেবান যেন নারীর অধিকারকে আরও সহজতর করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত