শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ১৬ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯:৪২, ১৯ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:৫০, ১৯ অক্টোবর ২০২১

৩২৯

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ১৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা তিনদিনের ভারি বৃষ্টিতে ঘটা বিপর্যয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

উঁচু একটি মাঠ থেকে পানির সঙ্গে থাকা পাথর এসে নিচে অবস্থানরত মানুষদের ওপর পড়লে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এছাড়া রাজ্যের চম্পাবত জেলায় একটি বাড়ি ধসে আরও দুইজনের মৃত্যু হয়। এখানে চালতি নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু উপচে পড়া পানির তোড়ে ভেসে গেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজ্যের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামী হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত