শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্বীকার মার্কিন দপ্তরের

রাশিয়ার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, তাড়া খেয়ে দিক বদল

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:২৫, ১৬ অক্টোবর ২০২১

৩৯৯

অস্বীকার মার্কিন দপ্তরের

রাশিয়ার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, তাড়া খেয়ে দিক বদল

রাশিয়া ও চিন যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল জাপান সাগরে। সেই মহড়ার মাঝে হঠাৎ রাশিয়ার জলসীমায় ঢুকে পড়ে একটি মার্কিন যুদ্ধজাহাজ। আর যায় কোথায়। রাশিয়ার সাবমেরিন তাড়া করে সেই মার্কিন জাহাজকে। তাড়া খেয়ে দ্রুত রাশিয়ার জলসীমা ছেড়ে আন্তর্জাতিক জলসীমায় যায় মার্কিন জাহাজ। শুক্রবার এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর। যদিও মস্কোর এই দাবিকে ‘মিথ্যা’ বলে খারিজ করে দিয়েছে ওয়াশিংটন।

আমেরিকার সামরিক বাহিনী বলছে, ‘নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম যুদ্ধজাহাজ ‘চাফি’ যখন জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমায় টহলদারির কাজ করছিল, তখন রাশিয়ার একটি যুদ্ধজাহাজ তার খুব কাছে (৬০ মিটার) চলে আসে। যদিও দুই যুদ্ধজাহাজের মধ্যে কোনও অনাকাঙ্খিত পরিস্থিতির তৈরি হয়নি। কথোপকথন হয়েছে সম্পূর্ণ পেশাদারি কায়দায়। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর যে দাবি করছে তা মিথ্যা।’

অনদিকে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের দাবি, তাদের সাবমেরিন ‘অ্যাডমিরাল ট্রিবাটস’ থেকে ‘চাফি’-কে রেডিও বার্তায় সতর্ক করা হয়েছিল যে তারা রাশিয়ার যুদ্ধজাহাজের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে এসেছে। কিন্তু ‘চাফি’ দিক বদল না করে উল্টো জাহাজের ডেক থেকে হেলিকপ্টার ওড়ানোর তোড়জোড় শুরু করে। এরপর রাশিয়ার যুদ্ধজাহাজ তাড়া করে আমেরিকার যুদ্ধজাহাজকে। দুই জাহাজের মাঝে দূরত্ব যখন মাত্র ৬০ মিটার, তখন পথ বদলায় ‘চাফি’।

গত চার মাসে এই নিয়ে দ্বিতীয় বার রাশিয়ার যুদ্ধজাহাজ তাড়া করল ন্যাটোভুক্ত কোনও দেশের যুদ্ধজাহাজকে। জুন মাসে একই ভাবে একটি ব্রিটিশ ‘ডেস্ট্রয়ার’-কে ক্রিমিয়া এলাকা থেকে তাড়া করে রাশিয়ার যুদ্ধজাহাজ। সে বারও লন্ডনের তরফে মস্কোর দাবি উড়িয়ে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, তাদের জাহাজ ইউক্রেনের জলসীমায় টহল দেওয়ার কাজ করছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত