শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ‘গুলাব’

ইন্টারন্যাশনাল ডেস্ক

০১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২১

৬৪৫

ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ‘গুলাব’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জেলেদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, রবিবার রাতে ঘূর্ণিঝড় গুলাবের অগ্রভাগ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছেছে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং তৎসংলগ্ন উড়িষ্যার দক্ষিণ উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়টি।

আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও উড়িষ্যার গোপালপুর অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী দুইদিন অর্থাৎ সোম ও মঙ্গলবার তেলেঙ্গানায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে পশ্চিমবাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘূর্ণিঝড় গুলাব অন্ধ্রপ্রদেশ থেকে ক্রমশ পশ্চিম দিকে সরতে শুরু করেছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণহানি এড়াতে উপকূল এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত