শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনে ১০০ কোটি মানুষ পেল করোনার টিকার ডাবল ডোজ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২১

৩১৩

চীনে ১০০ কোটি মানুষ পেল করোনার টিকার ডাবল ডোজ

প্রায় দেড়শো কোটি জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে টিকার পূর্ণাঙ্গ ডোজের আওতায় আনতে সক্ষম হয়েছে চীন
প্রায় দেড়শো কোটি জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে টিকার পূর্ণাঙ্গ ডোজের আওতায় আনতে সক্ষম হয়েছে চীন

চীনের ১০০ কোটির বেশি মানুষ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার দুইটি ডোজই পেয়েছে। কভিড-১৯ মোকাবেলা বিষয়ক স্টেট কাউন্সিল ইন্টার-এজেন্সি টাস্ক ফোর্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। খবর সিনহুয়া’র।

চীন বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ। প্রায় দেড়শো কোটি জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে টিকার পূর্ণাঙ্গ ডোজের আওতায় আনতে সক্ষম হয়েছে দেশটির কমিউনিস্ট সরকার।

করোনাভাইরাস মহামারীর ঠেকাতে বিস্তৃত টিকাদান কর্মসূচির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সে হিসেবে মহামারী মোকাবিলায় চীনের টিকাদানের অগ্রগতি মাইলফলক হয়ে থাকবে।

টিকা দেওয়ার ক্ষেত্রে এরপর এগিয়ে আছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশ। এছাড়া ইউরোপের দেশগুলোতেও চলছে জোরদার টিকা কর্মসূচি। অবশ্য টিকাদানের এই দৌড়ে পিছিয়ে পড়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত