বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পালানোর জন্য ক্ষমা চাইলেন সাবেক আফগান প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২১

৩১৯

পালানোর জন্য ক্ষমা চাইলেন সাবেক আফগান প্রেসিডেন্ট

কঠিন পরিস্থিতিতে দেশ থেকে পালানোয় জাতির কাছে ক্ষমা চাইলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তিনি বলেন, ‘কাবুল ছাড়া ছিল আমার জীবনের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’এরপর দুঃখ প্রকাশ করে গানি জানান, বিষয়টা ভিন্নভাবে শেষ করতে না পারার জন্য তিনি দুঃখিত।

তালেবানরা ১৫ আগস্ট কাবুল দখলের পর হঠাৎ দেশ ছেড়ে পালান গানি। আশ্রয় নেন আরব আমিরাতে। ইতিমধ্যে সরকার গঠন করেছে তালেবানরা।

গানি জানান, তার লোকদের পরিত্যাগ করার কোনো ইচ্ছে তার ছিল না। তবে পালিয়ে যাওয়ায় ছিল একমাত্র পথ। সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, ব্যাপক সহিংসতা এড়াতে দেশ ত্যাগ ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না।

গানি বলেন, ‘আমি প্রাসাদের নিরাপত্তার তাগিদে পালিয়ে গিয়েছিলাম। ১৯৯০ দশকের গৃহযুদ্ধের সময় শহরের রাস্তা-ঘাটে যে যুদ্ধ হয়েছিল তেমন আরেকটি যুদ্ধকে এড়াতে আমাকে পালিয়ে যাওয়ার উপদেশ দেওয়া হয়েছিল।’

তিনি আরও লেখেন, কাবুল এবং ছয় মিলিয়ন নাগরিককে রক্ষা করার জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হয়।

গানি জানান, আফগানিস্তানকে গণতান্ত্রিক, উন্নতিশীল ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি গত ২০ বছর নিবেদিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত