মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বন্যার কারণে মেক্সিকোর হাসপাতালে ১৭ রোগীর মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২১

৩৫৬

বন্যার কারণে মেক্সিকোর হাসপাতালে ১৭ রোগীর মৃত্যু

মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি হাসপাতালে বন্যার পানি ঢুকে বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ১৭ রোগী মারা গেছে। বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সরকারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ভারি বর্ষণের কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় হিডালগো রাজ্যের তুলা শহরের ওই হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

 দেশটির প্রেসিডেন্ট এন্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওবারদার টুইটারে বলেছেন, ‘হাসপাতালের ১৭ রোগীর মৃত্যুর খবরে আমি মর্মাহত হয়েছি।’ 

হাসপাতালটির পরিচালনাকারী মেক্সিকান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটির মহাপরিচালক জো রবলেদো বলেছেন, কয়েক মিনিটের মধ্যে হাসপাতালটি প্লাবিত হয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।

হাসপাতালের অন্য ৫৬ রোগীকে আরেকটি হাসপাতালে নেয়া হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মৃতদের মধ্যে কোভিড- ১৯  রোগীও ছিল, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার ছিল। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত