বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যেভাবে ইসরায়েলের জেল থেকে পালালেন ছয় ফিলিস্তিনি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:৪১, ৬ সেপ্টেম্বর ২০২১

৪৯১

যেভাবে ইসরায়েলের জেল থেকে পালালেন ছয় ফিলিস্তিনি

সিনেমা প্রেমি হলে আইএমডিবির সবচেয়ে বেশি রেটিং পাওয়া ‘শশাঙ্ক রিডেম্পশন’ চলচ্চিত্র দেখার কথা। যেখানে অনেক বুদ্ধি করে জেলখানায় সুড়ঙ্গ খুঁড়ে বের হয়ে যান নায়ক। ঠিক একই কাণ্ড করেছেন ছয় ফিলিস্তিনি। যার সোমবার (৬ সেপ্টম্বর) সকালে ইসরায়েলের জেল থেকে একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়েছেন। 

গিলবোয়া কারাগার থেকে তারা পালিয়ে যান, যেটি ইসরাইলের গ্যালিলি সাগর এবং পশ্চিম তীরের শহর জেনিনের মধ্যে অবস্থিত।

বন্দীদের পালানোর জন্য কথিতভাবে একটি সুড়ঙ্গ প্রবেশপথের একটি ছবি ফিলিস্তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এবং ইসরায়েলি গণমাধ্যম বলছে তারা এই সুড়ঙ্গ ব্যবহার করে বেরিয়ে এসেছে, কিন্তু পুলিশ এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহের জঙ্গি শাখার কমান্ডার জাকারিয়া জুবাইদি পালিয়ে যাওয়াদের মধ্যে একজন। বাকি পাঁচজন ইসলামিক জিহাদের সদস্য বলে জানা গেছে।

ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে, কারাগার ভাঙা একটি "বড় বীরত্বপূর্ণ কাজ" এবং "ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েলের সমগ্র ব্যবস্থাকে মারাত্মক থাপ্পর।"

ইসরাইলি পুলিশ বলছে, গোয়েন্দা সংস্থাগুলি পলাতকদের খুঁজে বের করতে বড় পুলিশি অভিযানে চালাচ্ছে। তাদের ধরতে ড্রোন এবং হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত