বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:১০, ২৭ জুলাই ২০২১

৩৫৯

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু: জাতিসংঘ

লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৫৭ জন আরোহীর মৃত্যু
লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৫৭ জন আরোহীর মৃত্যু

লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৫৭ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অংশে শোচনীয় এই ঘটনাটি ঘটেছে। 

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি এক টুইটে বলেছেন, “মৎসজীবী ও কোস্ট গার্ডের উদ্ধার করা জীবিতরা জানিয়েছেন, ডুবে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারী ও দুটি শিশু ছিল।”

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইতালি ও ইউরোপের অপরাপর অংশের উদ্দেশ্যে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের নৌকার সংখ্যা বাড়ছে। গত বছর কয়েক লাখ অভিবাসন প্রত্যাশী বিপজ্জনক এই জলপথ পাড়ি দিয়েছে।

তাদের অনেকেই যুদ্ধ ও দারিদ্রতার শিকার হয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নিজ নিজ দেশ থেকে পালিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত