শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বছরের শেষে ইরাক ছাড়ছে মার্কিন সেনাবাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৪০, ২৭ জুলাই ২০২১

৪১৬

বছরের শেষে ইরাক ছাড়ছে মার্কিন সেনাবাহিনী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলতি বছরের শেষে ইরাক ছেড়ে যাবে মার্কিন সেনাবাহিনী। তবে ইরাক সেনাবাহিনীকে পরামর্শ ও প্রশিক্ষণ দিতে বাগদাদে অবস্থান করবে কিছু সদস্য। 

হোয়াইট হাউজে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেসির সঙ্গে আলোচনায় এ ঘোষণা দেন জো বাইডেন। মঙ্গলবার (২৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

বর্তমানে ইরাকের সন্ত্রাসী বাহিনী ইসলামিক স্টেটকে প্রতিরোধ করতে দেশটিতে অবস্থান করছে ২ হাজার ৫০০ সেনা কর্মকর্তা। সেখান থেকে খুব কম সংখ্যক সৈন্য ফেরত গেলেও তখন আর নিজেরা কোন অপারেশনে অংশ নেবে না। 

ইরাকে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে অনেকদিন ধরেই উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর তা আরও বাড়ে। এরপর ইরান সমর্থিত শিয়ারা বাগদাদের মার্কিন সেনা ঘাটিতে ড্রোন হামলা চালায়। 

বিভিন্ন সময়ই মার্কিন সেনাদের ইরাকে ত্যাগ নিয়ে জোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিল ইরান। এখন সেটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। 

এরমধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শুরু করা আরও এক যুদ্ধের অবসান হতে যাচ্ছে। ইতোমধ্যে আফগানিস্তান ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত