শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্যারিবীয় সাগরে বসেছে ২২ ফুট উঁচু নভোচারীর ভাষ্কর্য

০৩:১১, ২৩ জুলাই ২০২১

আপডেট: ০৩:১৪, ২৩ জুলাই ২০২১

৫৪৪

ক্যারিবীয় সাগরে বসেছে ২২ ফুট উঁচু নভোচারীর ভাষ্কর্য

বিশ্বসেরা ধনকুবের জেফ বেজোস আর রিচার্ড ব্র্যানসনের মহাকাশ অভিযানের পাল্লাপাল্লির খবরে যখন সকল মিডিয়া ব্যস্ত তখন আরেক স্পেসম্যানের খবর দিলো সিএনএন। ক্যারিবীয় সাগরে বসানো এ এক নভোচারীর ভাস্কর্য মাত্র। তবে তা এখন ভ্রমণপিয়াসীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ২২ ফুট উচ্চতার ৩০০০ পাউন্ড ওজনের ভাষ্কর্যটির নাম দেওয়া হয়েছে- দ্য বুনজি স্পেসম্যান"।

ক্যারিবীয় সমুদ্রের মাঝে একটি ডকের ওপর সেটি দাঁড়িয়ে রয়েছে দুই হাত উপরে তুলে। অ্যান্টিগুয়ার হজেস বে রিসোর্টের পক্ষ থেকে বানানো হয়েছে এই নভোচারীর ভাষ্কর্য। 

মাইকেল জ্যাকসনের মুনওয়াক ড্যান্সের একটি ভঙ্গিমা এতে ফুটিয়ে তোলা হয়েছে। আর ভাষ্কর্যের সারা গায়ে বিভিন্ন শব্দ লেখা আর লিখে রাখা হয়েছে গানিতিক কিছু সমীকরণ। গত মার্চে এটি বসানো হয়। এবং এরই মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ভাষ্কর্যটি। দৃশ্যটি দেখে মনে হবে নভোযান থেকে নভোচারী মহাকাশে ঝাপিয়ে পড়লেন।  

ভাষ্কর্যটি তৈরি করেছেন আমেরিকান শিল্পি ব্রেনডেন মারফি। মারফিকে কেউ কেউ তার সৃষ্টিকর্মের জন্য শিল্পী জেফ কুনসের সঙ্গে তুলনা করেন। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত