শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণ আফ্রিকায় ফের শুরু হচ্ছে জ্যাকব জুমার বিচার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৪২, ১৯ জুলাই ২০২১

৩৫৭

দক্ষিণ আফ্রিকায় ফের শুরু হচ্ছে জ্যাকব জুমার বিচার

কারাগারে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুর্নীতির বিচার পুনরায় শুরু হচ্ছে। দেশজুড়ে তীব্র সহিংসতা সত্ত্বেও সোমবার (১৯ জুলাই) ভার্চুয়ালি দীর্ঘ প্রতীক্ষিত এই বিচারের শুনানির কাজ শুরু হচ্ছে। 

জুমার বিরুদ্ধে দুর্নীতির ১৬টি অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে যুদ্ধ বিমান, টহল বোট ও সামরিক সরঞ্জাম কেনায় ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। 

এদিকে আদালত অবমাননার দায়ে গত ৮ জুলাই থেকে জুমার ১৫ মাসের কারাজীবন শুরু হয়। দুর্নীতির তদন্তকারীদের তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এ দন্ড দেন আদালত। 

প্রথমে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেন দেশটির সাংবিধানিক আদালত। পরে জুমা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

জ্যাকব জুমা তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন। তবে শেষ পর্যন্ত নানা নাটকীয়তা শেষে ৭৯ বছর বয়সী এই নেতা আত্মসমর্পণ করেন।

তার কারাদন্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক সহিংসতা শুরু হয়। ৩০০ এর বেশি প্রাণহানি ও লুটপাটের ঘটনা ঘটে। 

 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত