মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাতারে বৈঠকে বসছে কাবুল ও তালেবান প্রতিনিধিরা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:৫৯, ১৭ জুলাই ২০২১

আপডেট: ১৮:৫৯, ১৭ জুলাই ২০২১

৪০১

কাতারে বৈঠকে বসছে কাবুল ও তালেবান প্রতিনিধিরা

কাতারের রাজধানী দোহায় বৈঠকে আলোচনার জন্য বসছে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা। বিদেশি বাহিনীগুলো আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার শেষ করায় দেশটিতে সহিংসতা ক্রমেই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এ আলোচনায় বসতে যাচ্ছে। 

শনিবার (১৭ জুলাই)  এএফপির খবরে বলা হয়, উভয় পক্ষ কাতারের রাজধানীতে বিগত কয়েক মাস ধরে মাঝে মধ্যে আলোচনায় বসলেও জঙ্গিরা লড়াই করে আফগানিস্তানের অনেক এলাকা দখল করে নেয়ায় তাদের আলোচনা গতি হারিয়ে ফেলেছে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহসহ উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা শুক্রবার (১৬ জুলাই) বিকেলে দোহায় গেছেন।

দোহায় আফগান সরকারের আলোচনা দলের নারী মুখপাত্র নাজিয়া আনোয়ারি বলেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উভয় পক্ষে আলোচনা করতে এখানে রয়েছেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে, স্বল্প সময়ের মধ্যে তারা এ আলোচনাকে গতিশীল করতে পারবেন এবং উভয় পক্ষ একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। এর ফলে আমরা অবিলম্বে আফগানিস্তানে একটি দীর্ঘস্থায়ী ও সম্মানজনক শান্তি চুক্তি দেখতে পাব।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত