বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘের আহ্বান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৪৭, ১৯ জুন ২০২১

৩২১

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘের আহ্বান

সামরিক অভ্যুত্থান ও পরবর্তী সহিংস ঘটনায় মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়া নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করায় নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গৃহিত হয় জাতিসংঘের সাধারণ সভায়। 

একই সঙ্গে নির্বাচিত নেত্রী অং সান সূ চি‘র মতো রাজনৈতিক বন্দীদের মুক্তি ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসতা বন্ধেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

সাধারণ সভায় মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রানার বার্জেনার বলেন, দেশটিকে বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কা প্রবল। সামারিক অধিগ্রহণ ঠেকানোর সুযোগ একদমই সংকীর্ণ। 

আইনত বাধ্যতামূলক না হলে রেজুলেশনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটাতে বেলারুশ ছাড়া ১১৯ দেশ সম্মত হয়েছে। এছাড়া মিয়ানমারের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা চীন ও রাশিয়াসহ মোট ৩৬টি দেশ ভোট দেয়নি। 

ভোট দেয়া থেকে বিরত থাকা কয়েকটি দেশ বলে এই সহিংসতা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। আর কিছু দেশ জানায়, এই রেগুলেশনে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্মম সামরিক ক্র্যাকডাউনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত