বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুচির বিচার শুরু হচ্ছে

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:২৭, ১৪ জুন ২০২১

৩৭০

সুচির বিচার শুরু হচ্ছে

চার মাসের বেশি সময় ধরে চলা সামরিক শাসনের অধীনে সোমবার (১৪ জুন) সুচির বিচার শুরু হচ্ছে
চার মাসের বেশি সময় ধরে চলা সামরিক শাসনের অধীনে সোমবার (১৪ জুন) সুচির বিচার শুরু হচ্ছে

মিয়ানমারের সামরিক জান্তার হাতে ক্ষমতাচ্যুত অং সান সু চির বিচার শুরু হতে যাচ্ছে। দেশটিতে চার মাসের বেশি সময় ধরে চলা সামরিক শাসনের অধীনে সোমবার (১৪ জুন) সুচির বিচার শুরু হচ্ছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত নেতা সুচিকে গৃহবন্দি করে ক্ষমতায় বসে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই তার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখছে মিয়ানমার।

বিক্ষোভে এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে সাড়ে আট শতাধিক মানুষ।

শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগ আনে মিয়ানমারের জান্তা সরকার। ১১ কেজি সোনা বেআইনিভাবে নেয়া থেকে শুরু করে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ অন্যতম।

বেআইনিভাবে ওয়াকিটকি আমদানি ও গত বছরের নির্বাচনের সময় করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে সোমবার শুরু হতে যাওয়া বিচারে সুচির আইনজীবী দল সাক্ষীদের জেরা করবে।

সুচির আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বিচার শেষ হবে বলে ধারণা তাদের। প্রতি সোমবার আদালতে সুচির বিরুদ্ধে করা অভিযোগের শুনানি হবে।

সুচির বিরুদ্ধে সামরিক সরকারের সব অভিযোগ আদালতে প্রমাণ হলে এক দশকের বেশি সময় কারাদণ্ড হতে পারে ৭৫ বছর বয়সী নেতার।

অভিযোগের বিষয়ে কেবল দুইবার সুচির সঙ্গে দেখা করার অনুমতি পান তার আইনজীবীরা।

মিয়ানমারের রাজধানী নেপিদোতে শুনানি শুরুর আগে সু চির আইনজীবী খিন মং জো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ভালো কিছু আশা করছি। তবে আমাদের প্রস্তুতি ভালো নয়।’

মঙ্গলবার সুচি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ কয়েকজন নেতা এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

২০১০ সালে মুক্তির আগে তৎকালীন সেনা সরকারের আমলে ১৫ বছরের বেশি সময় গৃহবন্দি ছিলেন দেশটির গণতন্ত্রকামী নেতা সুচি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত