বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি নির্বাচিত

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:১৭, ১১ জুন ২০২১

৩৬৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি নির্বাচিত

বৃহস্পতিবার (১০ জুন) জাহিদ কোরাইশিকে নিউ জার্সির ফেডারেল বিচারপতি হিসেবে নির্বাচিত করেছে মার্কিন সিনেট। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোন মুসলিম ফেডারেল বিচারপতি হিসেবে নির্বাচিত হলেন। 

এ প্রসঙ্গে সিনেটের সংখ্যাগরিষ্ট নেতা চক শুমার বলেন, কুরাইশি মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি হবেন যিনি ‘আর্টিকেল থ্রি’ (সংবিধানের আইনি অংশ) এর ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। যেখানের কেউ এমন দায়িত্বে আসা দারুণ কিছু। 

তিনি আরও বলেন, আমাদের কেবল জনসংখ্যার বৈচিত্র্যই নয়, পেশাদার বৈচিত্র্যকেও প্রসারিত করতে হবে। আর আমরা জানি প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে একমত।

৪৬ বছর বয়সী জাহিদ কোরাইশি পাকিস্তানি অভিবাসীর সন্তান এবং সাবেক ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটর। তিনি ২০১৯ সালে নিউজার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত মার্চে কুরাইশিকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত