শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইংল্যান্ডে ডুবে যাওয়া শিশুর মরদেহ নরওয়েতে উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:২৩, ৭ জুন ২০২১

৪৩৭

ইংল্যান্ডে ডুবে যাওয়া শিশুর মরদেহ নরওয়েতে উদ্ধার

নরওয়ে পুলিশ জানিয়েছে, দেশটির উপকূলে ১৫ মাস বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে। যে শিশু গতবছর অক্টোবরে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে হারিয়ে যায়। 

গত বছরের অক্টোবরে আর্টিন নামের শিশুটি তার ইরানি পরিবারের আরও চার সদস্য নিয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্সের পথে সাগর পাড়ি দিচ্ছিল। এসময় নৌকাটি ডুবে সবাই মারা যায়। 

সোমবার (৭ জুন) নরওয়ে পুলিশ জানায়, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে তারা লাশটি ভাসতে দেখে। 

পুলিশের তদন্ত বিভাগের প্রধান ক্যামিলা জেজেল বলেন, কোন শিশু নিখোঁজ হওয়া রিপোর্ট নরওয়েতে লেখা হয়নি এবং কোন পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। পরে শিশুর পোশাকে ব্র্যান্ড দেখে বুঝতে পারি শিশুটি নরওয়ের নয়। 

তিনি বলেন, পরবর্তীতে খোঁজ নিয়ে আর্টিন নামক শিশুর খবর জানা যায় এবং অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের ফরেনসিক বিজ্ঞান বিভাগের দক্ষ পেশাদাররা ডিএনএ মেলাতে সক্ষম হন। 

বর্তমানে এই শিশুটির মরদেহ ইরানে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে নরওয়ে পুলিশ। 
  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত