চকবাজারের আগুনে ৬ জনের মৃত্যু
চকবাজারের আগুনে ৬ জনের মৃত্যু
![]() |
রাজধানীর চকবাজারের দেবীদাস লেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মনিরুজ্জামান বলেছেন, ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও কোনো মরদেহ আছে কি না জানতে তল্লাশি চলছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেল এর আগে দুপুর ১২টার দিকে চকবাজারে বরিশাল হোটেলের গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। এ পর্যন্ত ছয়জনের উদ্ধার করা হয়েছে।’
জিল্লুর রহমান বলেন, ‘চকবাজারে তিন তলা বিশিষ্ট টিনশেড ভবনের নিচতলায় খাবার হোটেল রয়েছে। হোটেলটির নাম বরিশাল হোটেল। ওই হোটেলের গ্যাস লাইন থেকে প্রথমে আগুন লাগে। এরপর ওই আগুন ওপরে পলিথিন ও খেলনা কারখানায় ছড়িয়ে পড়ে।’
এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে ঘটনাস্থলে আসতে শুরু করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। হোটেলের ভেতর ঘুমিয়ে থাকা অন্তত ৪/৫ জনের খোঁজ মিলছে না বলে তাদের স্বজনরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে জানান।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬ জনই হোটেলে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে ঘুমিয়েছিলেন। বাইরে থেকে হোটেলের শাটার বন্ধ ছিল।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী