শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বছরের প্রথম দিন দেশে ৯২৩৬ শিশুর জন্ম

অপরাজেয় বাংলা ডেস্ক

০০:৩৩, ৩ জানুয়ারি ২০২১

আপডেট: ০০:৩৫, ৩ জানুয়ারি ২০২১

৬৩৬

বছরের প্রথম দিন দেশে ৯২৩৬ শিশুর জন্ম

২০২১ সালের প্রথম দিনেই বাংলাদেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ শিশু। আর এ দিনটিতে বিশ্বজুড়ে তিন লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্মগ্রহণ করেছে। এ তথ্য জানিয়েছে,  জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

এক বিজ্ঞপ্তিতে, ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে এ তথ্য জানিয়ে বলেন, ১ জানুয়ারি জন্ম নেওয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে।

বিশ্বের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে এবং প্রথম দিনের হিসাবে শেষ শিশুটির জন্ম যুক্তরাষ্ট্রে।

তিন লাখ ৭১ হাজারের মধে অর্ধেক শিশুর জন্ম হয়েছে ১০টি দেশে। ইউনিসেফের তালিকা অনুযায়ী,এ তালিকায় সবার ওপরে থাকা ভারতে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক।

এরপরই যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত