বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাজ্য থেকে দেশে আসলে ৭দিন কোয়ারেন্টাইন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৪৭, ২৩ ডিসেম্বর ২০২০

আপডেট: ১২:৫২, ২৩ ডিসেম্বর ২০২০

৬৩৪

যুক্তরাজ্য থেকে দেশে আসলে ৭দিন কোয়ারেন্টাইন: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্য থেকে দেশে আসলে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। দেশের মধ্যে লকডাউনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন-
‘দেশে অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নাই। তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোয় করোনারোগীদের জন্য পর্যাপ্ত বেড রয়েছে। যদি তা বাড়ানোর প্রয়োজন হয়, সেটিও সম্ভব। এখন পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও বরাবরের মতো এবারও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জসহ অন্যান্যরা। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত