শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৪৭, ২৮ জুন ২০২২

৩৮৫

ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ

ইউরোপে  ১০ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ । ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানায়। 

এজেন্সির এক বিবৃতিতে  বলা হয়, এই রোগের বেশীর ভাগই প্রতিরোধযোগ্য। ‘বায়ু দূষণ, কার্সিনোজেনিক(ক্যান্সার সৃষ্টিকারী) রাসায়নিক, রেডন (রাসায়নিক উপাদান), ইউভি (আল্ট্রাভায়োলেট) এক্সপোজার বিকিরণ এবং একসাথে একজনের ধুমপান থেকে অন্যের শ্বাসতস্ত্রে ধুঁয়া গ্রহন ইউরোপে ১০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী।’ 

তবে ইইএ বিশেষজ্ঞ জেরার্ডো সানচেজ বলেছেন, ‘সমস্ত পরিবেশগত এবং পেশাগত ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।’

ক্যান্সার ও পরিবেশের মধ্যে এই সংযোগ নিয়ে এজেন্সির রিপোর্ট প্রকাশের আগে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিকিরণ বা রাসায়নিক কার্সিনোজোনের কারণে পরিবেশগতভাবে  একেবারেই নি¤œ পর্যায়ে কমিয়ে আনা যেতে পারে।’

ইউরোপিয়ান ইউনিয়নে প্রতিবছর ২.৭ মিলিয়ন লোক ক্যান্সারে আক্রান্ত হয় এবং  ১.৩ মিলিয়ন লোক মারা যায়। ইউরোপে প্রায় এক শতাংশ ক্যান্সারের কারন বায়ু দূষণ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত