শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোববার থেকে রাজধানীর ৫ স্থানে দেওয়া হবে কলেরা টিকা

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৫২, ২৫ জুন ২০২২

৪৩২

রোববার থেকে রাজধানীর ৫ স্থানে দেওয়া হবে কলেরা টিকা

ফাইল ছবি
ফাইল ছবি

কলেরা ও ডায়রিয়া প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে রোববার (২৬ জুন)। ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজের টিকা কর্মসূচি চলবে। মুখে খাওয়ার এই টিকা ১ বছর বয়স থেকে সব বয়সের মানুষকে দেওয়া হবে। কেবল গর্ভবতী নারীদের এই টিকা দেওয়া যাবে না। প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে এই টিকা দেওয়া হবে।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, আগামী ২৬ জুন থেকে ২ জুলাই প্রথম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদানের ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ২৬ জুন ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সম্মেলন কক্ষে দুপুর ২টায় হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সিডিসি থেকে আরও জানানো হয়েছে, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ৫টি স্থানে প্রায় ২৩ লাখ মানুষকে কলেরা টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানগুলো হচ্ছে—যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। টিকাদান কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআর'বি দায়িত্ব পালন করছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত