বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গু জ্বর নিয়ে এক দিনে সর্বোচ্চ ১০৪ জন হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২২, ২৪ জুলাই ২০২১

৪২৮

ডেঙ্গু জ্বর নিয়ে এক দিনে সর্বোচ্চ ১০৪ জন হাসপাতালে

ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত এক হাজার ৫৭৪ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪৪ জন ঢাকার বাইরের জেলার বাসিন্দা।

মোট শনাক্ত রোগীর মধ্যে এক হাজার ২০২ জনকে চলতি মাসে শনাক্ত করা হয়েছে। এর অর্থ হলো দ্রুত ডেঙ্গু রোগের বিস্তার ঘটছে।

গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন। তবে হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৪২২ জন এখনো ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিন জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত