শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৪৫, ১৭ এপ্রিল ২০২১

আপডেট: ১২:৪৯, ১৭ এপ্রিল ২০২১

৫৮০

মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘চাকরির খোঁজ’ নামক এক জবপোর্টাল উদ্বোধন করেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। এই জব পোর্টালটি নিয়ে এবার গুরুতর অভিযোগ তুলেছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। 

মালয়েশিয়ার বেরনামা ডটকমের প্রতিবেদনে সারাভানানকে উদ্ধৃত করে বলা হয়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়কে অবহিত না করে এবং পরামর্শ না নিয়ে এই জবপোর্টাল উদ্বোধন করা হয়েছে। 

নিজে অবাক হয়েছেন জানিয়ে সারভানান বলেন, তিনি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। কেননা এটা কোন কূটনৈতিক মিশনের দায়িত্ব বা নিয়মের মধ্যে পড়ে না। জব পোর্টালটি দেশের বৈদেশিক শ্রমিক নীতির পরিকল্পনার শুধু বিপরীতই নয় বরং তা মালয়েশিয়ার ভাবমূর্তিও ক্ষুন্ন করে। 

তিনি আরও বলেন, এই জব পোর্টালটির মাধ্যমে মালয়েশিয়ায় কাজের অসংখ্য সুযোগ দেখানো হয়েছে। সে কারণে বাংলাদেশ থেকে অনেক অবৈধ শ্রমিক আসতে পারে। এ বিষয়টিকে অনেক বেশি গুরুত্বের সাথে দেখছে মন্ত্রণালয়। কেননা এর ফলে অনেক স্থানীয় শ্রমিক দ্বিধান্বিত হতে পারে। 

দালালের হাত থেকে বাংলাদেশি শ্রমিকদের বাঁচাতে চলকি বছরের ৮ এপ্রিল ‘চাকরির খোঁজ’ জব পোর্টালটি উদ্বোধন করা হয়। কেননা এর মাধ্যমে দূতাবাস ও শ্রমিকের সরাসরি যোগাযোগের সুযোগ ছিল। এছাড়া যারা অবৈধ শ্রমিক আছেন তাদের বৈধতা দিতে নভেম্বর থেকে শুরু হওয়া প্রকল্পে জব পোর্টালটি সহায়তা করবে বলেও জানান রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank