বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের হুঝো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চীন করেসপন্ডেন্ট

১১:০০, ২২ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১১:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

৫৮৫

চীনের হুঝো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চীনের ঝেজিয়াং প্রদেশের হুঝো বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
চীনের ঝেজিয়াং প্রদেশের হুঝো বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে চীনের ঝেজিয়াং প্রদেশের হুঝো বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শিক্ষার্থীরা প্রভাতফেরী, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের প্রতি সন্মান প্রদর্শনের পাশাপাশি ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দেয়ালিকা লেখন এবং প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অমর একুশে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরষ্কার বিতরণী অনুষ্টান সহ নানা কর্মসূচির আয়োজন করে।

হুঝো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুঝো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিষ্টার গাও।

সূর্য উদয়ের সাথে সাথেই ফুলের তোড়া নিয়ে শহীদ বেদীতে আসতে থাকে হুঝো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা। তারা ব্যানার হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পদচারনা করেন। সকাল ৭ টায় শহীদ বেদীতে পুস্পস্থাপন করে সন্মান প্রদর্শন করেন।

এরপর অনুষ্ঠিত হয় মাতৃভাষা এবং ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হুঝো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি মোস্তাক আহমেদ নিশাত, হুঝো বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রায়হান আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী শামিম, উত্তম, সাকিব, সাব্বির, জেবি, ফারহান, নোমান সহ অন্যান্যরা। বক্তারা তাদের আলোচনায় ভাষা শহীদদের ত্যাগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল দেয়ালিকা লেখন ও প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অমর একুশে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। দেয়ালিকা লেখনে প্রথম স্থান অধিকার করে জাকির হোসেন, ২য় স্থানে আফিফ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লাবনি, ২য় স্থানে নাইম।

বিকালে ক্রিকেট টুর্নামেন্টের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া এবং প্রধান অতিথির সমাপনী বক্তব্য মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী কর্মসূচী।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank