শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৈধপথে রেমিট্যান্স আসবে সহজেই, বিকাশ ও এমএম`র সঙ্গে রিপল`র চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট

০৮:৩৯, ১৫ জানুয়ারি ২০২১

৮০৫

বৈধপথে রেমিট্যান্স আসবে সহজেই, বিকাশ ও এমএম`র সঙ্গে রিপল`র চুক্তি

বাংলাদেশের বিকাশ ও মালয়েশিয়ার মোবাইল মানি'র সঙ্গে চুক্তি সই করেছে রিপল। দুই দেশের মধ্যো রেমিট্যান্স আদান-প্রদানে একটি করিডোর তৈরি করবে তারা। যাতে সহজেই মালয়েশিয়ায় আয় করা অর্থ বাংলাদেশি শ্রমিক তাদের পরিবারের কাছে পাঠাতে পারে। 

মালয়েশিয়া থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অংকের রেমিট্যান্স আনে বাংলাদেশ। আর এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাঁচটি রেমিট্যান্স উৎসের একটি।

করিডোরটি রিপল'র ডিএলটি-ভিত্তিক বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্ক রিপলনেট ব্যবহার করবে। এর মাধ্যমে মালয়েশিয়ার মোবাইল মানি ও বাংলাদেশের বিকাশের ব্যবহারকারীরা ওয়ালেট-টু-ওয়ালেট টাকা পাঠাতে পারবে। পুরো প্রক্রিয়ার ব্যাংকিং পার্টনার হিসেবে কাজ করবে বাংলাদেশের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। 

উদ্ধৃতি:
এই অংশিদারীত্ব রেমিট্যান্স প্রেরণকারী ও গ্রহীতা উভয়ের জন্যই কাজটি সহজ করে দেবে। আর বৈধপথে রেমিট্যান্স আসার পথ আরও সুগম হবে ফলে তা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।
- কামাল কাদির, সিইও বিকাশ

দক্ষিণ এশিয়ায় রিপল তার উপস্থিতি ও সেবার হাত প্রশস্ত করছে। বৈধ উপায়ে আন্তঃসীমান্ত অর্থ আদান প্রদানের প্রক্রিয়ায় অবদান রাখতে পেরর আমরা খুশি।
- নবীন গুপ্ত, ব্যবস্থাপনা পরিচালক, দক্ষিণ এশিয়া, রিপল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank