বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেন থেকে রোমানিয়ায় নেওয়া হচ্ছে হাদিসুরের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৫৩, ১০ মার্চ ২০২২

আপডেট: ১১:৫৩, ১০ মার্চ ২০২২

৪২০

ইউক্রেন থেকে রোমানিয়ায় নেওয়া হচ্ছে হাদিসুরের মরদেহ

বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) মলদোভা হয়ে রোমানিয়া পাঠানো হবে।

সেখানে পৌঁছানোর পর নেওয়া হবে রোমানিয়ার বুখারেস্টে। এরপর মরদেহ আনা হবে দেশে। এর আগে বুধবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, “অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। বুধবার (৯ মার্চ) যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।”
উল্লেখ্য, ইউক্রেনের অলভিয়া বন্দরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank