শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্পেনে বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেটের ফাইনালে টাইগার মাদ্রিদ

কবির আল মাহমুদ, স্পেন

১০:২৮, ১২ আগস্ট ২০২১

৫৬৩

স্পেনে বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেটের ফাইনালে টাইগার মাদ্রিদ

স্পেনে করোনা পরিস্তিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্থগিত হওয়া বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট পূনরায় চালু হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন আয়োজিত এই এ টুর্নামেন্টে স্থানীয় বাংলাদেশী স্প্যানিশ খেলোয়াড়দের সমন্বয়ে ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

গত ৯ আগস্ট মাদ্রিদের উপকণ্ঠ খেতাফ মাঠে টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টাইগার মাদ্রিদ বনাম ব্রাক্ষ্মণবাড়িয়া স্পোটিং ক্লাব। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ সেমিফাইনাল খেলায় আসাদ আলীর নেতৃত্বে টাইগার মাদ্রিদ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৩৯ রান তুলতে সক্ষম হয়।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান খালেদ মালিক রাব্বির (৬২) কামিল আহমেদ সুবেল (৫২) আসলাম বকসী প্যারিস (৩০)। এ  রান চেজ করতে নেমে শুরুতে উড়ন্ত সূচনা করে ব্রাক্ষ্মণবাড়িয়া স্পোটিং ক্লাব।

পরবর্তীতে টাইগার মাদ্রিদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও গতির কাছে হার মানে তারা। জবাবে ২০৯ রান করতে সক্ষম হয় বাম্মণবাড়িয়া স্পোটিং ক্লাব। তবে দুই দলের ফিল্ডিং ছিল চোখেপড়ার মত। টাইগার মাদ্রিদের অলরাউন্ডার বেলাল ৩ ওভারে নেন ৪ উইকেট।

খেলায় উপস্থিত হয়ে উপভোগ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মামুন খান, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ক্রীয়া সম্পাদক সায়েক মিয়া, সাবেক ক্রীয়া সম্পাদক আবু বক্কর তামিম, ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান বাম্মণবাড়িয়া স্পোটিং ক্লাবের ম্যানেজার আব্দুল মজিদ সুজন, টাইগার মাদ্রিদের ম্যানেজার কবির আল মাহমুদ, কাওসার আহ্মে, জাফর আহমদ, মাহবুব আহমদ সুমন । 

আয়োজকরা জানান, এধরনের আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখতে পারলে দেশের গৌরব ও সম্মান বৃদ্ধি পাবে এবং স্পেনের মূল ধারার ক্রিকেটে খেলার সুযোগ বাড়বে।
টুর্নামেন্টে উপস্থিত স্পেন প্রবাসীরা মনে করেন এ রকম আয়োজন স্পেনে বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank