শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:২৩, ১৩ জুন ২০২১

৪৫৩

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার (১০ জুন) রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ডরা তাদের উদ্ধার করে।  

রবিবার (১৩ জুন) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

লিবিয়া এক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। এ অভিযানে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হন। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের মুখপাত্র জানান, লিবিয়ার নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ এ অভিযানে অংশ নেয়। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধবিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছর দেশটির কোস্টগার্ড সমুদ্র থেকে ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank