শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিরেক্টর’স গিল্ডের সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক সাগর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২২:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২৩:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

৯৫৯

ডিরেক্টর’স গিল্ডের সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক সাগর

সালাহউদ্দিন লাভলু, কামরুজ্জামান সাগর
সালাহউদ্দিন লাভলু, কামরুজ্জামান সাগর

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন সালাহউদ্দিন লাভলু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। লাভলু দ্বিতযীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন। ডিজিটাল পদ্ধতিতে ভোটগণনার পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে সকাল ৯টা থেকে ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৩১টি। 

সভাপতি পদে সালাহউদ্দিন লাভলু পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হিরার পেয়েছেন ১৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৬১ ভোট।

সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুম আজিজ (২৬৮ ভোট), ফরিদুল হাসান (১৯৯ ভোট) ও রফিক উল্লাহ সেলিম (১৮৯ ভোট)।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে ২৬০ ভোট নিয়ে পিকলু চৌধুরী এবং ২০৮ ভোট পেয়ে ফিরোজ খান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৭১ ভোট পেয়ে ফেরারী অমিত এবং প্রচার সম্পাদক পদে মো. সহিদ-উন-নবী ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন সনি, আইন সম্পাদক নিয়াজ মাহমুদ আক্কাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমেল হক এবং প্রশিক্ষণ সম্পাদক পদে মোস্তফা মনন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে আবু হায়াত মাহমুদ, ইমরাউল হুদা রাফাত, একেএম আনিসুজ্জামান আনিস, কেএম মাহমুদুন্নবী (রিপন নবী), তারিক মুহাম্মাদ হাসান, মোস্তাফিজুর রহমান সুমন ও হাফিজুর রহমান সুরুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডিরেক্টর’স গিল্ডের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এসএম মহসীন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank