বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৭ বছরে আরটিভি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:১৪, ২৬ ডিসেম্বর ২০২১

৭২৬

১৭ বছরে আরটিভি

১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পা দিলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ২০০৫ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম এই টেলিভিশন চ্যানেল।

আরটিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, দর্শকদের সমর্থনের পাশাপাশি বস্তুনিষ্ট সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে আরটিভি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

২০২১ সালে প্রতিকূল পরিবেশেও দর্শকদের বিনোদন দিতে আরটিভি থেমে থাকেনি। এ বছরে অন্যতম আয়োজন ছিল, বাংলার গায়েন রিয়েলিটি শো, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড, আরটিভি মনিমিক্স প্রেরণা পদক।

দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে, কমেডি ক্লাব, স্ট্রিট ফুড, নিজের নামে হোক পরিচয়, নারী ও নক্ষত্র, লাইফ ইজ বিউটিফুল, নতুন চমক নিয়ে আসছে লুক৥মি।

২০২১ সালে আরটিভির ঈদুল ফিতর ও ঈদুল আজহার অনুষ্ঠান দর্শকদের পছন্দের শীর্ষে ছিল।

আরটিভি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে। এ ছাড়া লিডার আমি বাংলাদেশ, বায়োপিক করপোরেটসহ বেশ কয়েকটি চলচ্চিত্র ও ওয়েব নির্মাণ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি আগামী বছর মুক্তি পাবে।

আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আরটিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank