শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিনেমার সংলাপে কোভিডবিরোধী প্রচারণায় মুম্বাই পুলিশ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:৫৭, ৪ ডিসেম্বর ২০২১

৫৮৭

সিনেমার সংলাপে কোভিডবিরোধী প্রচারণায় মুম্বাই পুলিশ

যখন ‘৮৩’ মিলিয়ন বার মনে করিয়ে দেওয়ার পরও আপনি মাস্ক ব্যবহার করেন না
যখন ‘৮৩’ মিলিয়ন বার মনে করিয়ে দেওয়ার পরও আপনি মাস্ক ব্যবহার করেন না

এর আগেও অনেকবার সিনেমার সংলাপ ব্যবহার করে আলোচনায় এসেছে মুম্বাই পুলিশ। এবার কবির খানের ‘৮৩’ চলচ্চিত্রটি’র একটি সংলাপ ব্যবহার করে কোভিডের বিরুদ্ধে সচেতনতা চালালো তারা।

রনবীর সিং অভিনীত ‘৮৩’ সিনেমার একটি ছবির নিচে ক্যাপশন লিখে ইমেজ ম্যাক্রো ধাঁচের একটি মিম টুইটারে শেয়ার করছে মুম্বাই পুলিশ। খবর বলিউড হাঙ্গামা’র।

ইমেজ ম্যক্রো মিমগুলো সচরাচর ছবির ওপর কোনো লেখা লিখে তৈরি করা হয়। ‘হি ডাজন্ট নো ডিফেন্স’ (সে প্রতিরক্ষা জানেনা)- এই সংলাপটি ছবির নিচে সংযুক্ত করে ওপরে আরেকটি শিরোনাম দিয়েছে মুম্বাই পুলিশ।

"যখন ‘৮৩’ মিলিয়ন বার মনে করিয়ে দেওয়ার পরও আপনি মাস্ক ব্যবহার করেন না:", এই শিরোনামের মিমটি এখন পর্যন্ত ৯৬ বার শেয়ার করেছেন টুইটার ব্যবহারকারীরা। ১৫০০ জন মানুষ এটি ‘লাইক’ করেছেন।

‘৮৩’ সিনেমাটি ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেট অধিনায়ক কপিল দেবের জীবন ও বিশ্বকাপ যাত্রা নিয়ে তৈরি করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank