বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাষ্ট্রীয় সম্মান জানানো হলো ফকির আলমগীরকে 

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:২৫, ২৪ জুলাই ২০২১

আপডেট: ১২:৪৭, ২৪ জুলাই ২০২১

৬০১

রাষ্ট্রীয় সম্মান জানানো হলো ফকির আলমগীরকে 

সদ্য প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার পর খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ–সৈনিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।  

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলছে। বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: চলে গেলেন বরেণ্য কন্ঠশিল্পী ফকির আলমগীর

তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মেনেছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী। শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয় বলে তার ছেলে মাশুক আলমগীর রাজিব জানান।

ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তার ডান ফুসফুসের ক্রমশ উন্নতি হলেও বাঁ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে শুক্রবার। পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শঙ্কিত ছিলেন চিকিৎসকরা। তার মধ্যেই রাত সাড়ে ৯টার দিকে হার্ট অ্যাটাক হলে সব আশা শেষ হয়ে যায়।

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরও গত ১৪ জুলাই এই সংগীত শিল্পীর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট বাড়তে থাকলে পরদিন তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেখান থেকে তার আর বাসায় ফেরা হল না।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank