বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন পণ্ডিত জসরাজ

নিজস্ব প্রতিবেদক

২২:০৫, ১৭ আগস্ট ২০২০

৯৯৫

চলে গেলেন পণ্ডিত জসরাজ

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র ব্যক্তিত্ব পণ্ডিত জসরাজ মারা গেছেন। আমেরিকার নিউজার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

পণ্ডিত জসরাশ এতোটাই সম্মানিত ছিলেন যে কিছুদিন আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পণ্ডিত জসরাজের নামে একটি ছোট গ্রহের নামকরণ করে। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে এই দুর্লভ সম্মান পেয়েছিলেন পণ্ডিত জসরাজ। তার নামে গ্রহটির নাম দেওয়া হয়েছে 'পণ্ডিত জসরাজ (৩০০১২৮)'।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে মেওয়াতি ঘরানার গুরু ছিলেন পণ্ডিত জসরাজ। হরিয়ানার ফতেহাবাদের শাস্ত্রীয় সাঙ্গীত পরিবারে তার জন্ম। মাত্র ১৬ বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীত গাইতে শুরু করেন। বেশকিছু চলচ্চিত্রের সংগীতায়োজনও করেছিলেন তিনি। যার মধ্যে ষাটের দশকের ‘লড়কি সাহ্ইয়াদ্রি কি’,‘বীরবল মাই মাদার’, ‘ওয়াদা তুমসে হ্যায় ওয়াদা’, ‘১৯২০’ উলে­খযোগ্য।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank