শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পোষা কুকুরকে বাঁচাতে হিমায়িত হ্রদে ঝাঁপ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:০০, ১৮ ডিসেম্বর ২০২১

৫৫৪

পোষা কুকুরকে বাঁচাতে হিমায়িত হ্রদে ঝাঁপ

কুকুর নিয়ে লিওকে প্রায়ই প্রকাশ্যে দেখা গেছে
কুকুর নিয়ে লিওকে প্রায়ই প্রকাশ্যে দেখা গেছে

পোষাপ্রাণীদের কে-ই-বা ভালোবাসে না? নিজের পোষা কুকর-বিড়াল ইত্যাদি প্রাণীর জন্য অনেকে চরম ত্যাগ করার জন্য প্রস্তুত থাকেন। লিওনার্ডো ডিক্যাপ্রিও সেরকম একজনই মানুষ।

নিজের কুকুরে বাঁচাতে তিনি বরফে ঢাকা এক হ্রদে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। সে গল্প জানালেন এবার। তাও একটা নয়, দু-দুটো কুকুর পড়ে গিয়েছিল ওই হ্রদে।

নতুন এক পডকাস্টে এ কুকুর উদ্ধারের গল্প শুনিয়েছেন ডিক্যাপ্রিও। এ ঘটনা ঘটেছে তার আসন্ন সিনেমা “ডোন্ট লুক আপ”-এর শ্যুটিং-এর সময়। একটা কুকুর বোস্টনের ওই হ্রদে পড়ে যায়। তারপর জামাকাপড় খুলে নিজেই ঝাঁপিয়ে পড়েন “টাইটানিক” খ্যাত এ জনপ্রিয় অভিনেতা।

“টাইটানিক” কা “দ্য রেভেন্যান্ট”, এ দু সিনেমাতেই তীব্র ঠাণ্ডার বিরুদ্ধে লড়াই করেছিল ডিক্যাপ্রিওর চরিত্র। তাই বাস্তবের বরফজমা কনকনে ঠাণ্ডার লেক তাকে কাবু করতে পারেনি।

সার্বিয়ান হাস্কি জাতের ওই কুকুরকে পানি থেকে তুলে সবে একটু জিরোচ্ছেন, তখনই দ্বিতীয় হাস্কি মশায়ও পানিতে অবগাহন করেন। শেষে দুজনকেই উদ্ধার করতে হয়।

কুকুরগুলোও দুষ্টু বলে বদনাম আছে। তবে এবার বোধহয় একটু “ঠাণ্ডা” হলো।

ইয়াহু নিউজ অবলম্বনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank