শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট নীতিমালা তৈরিতে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট

২১:১১, ২৩ ডিসেম্বর ২০২০

৯৬৪

সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট নীতিমালা তৈরিতে কমিটি

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রকাশ বা প্রদর্শণের বিষয়ে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। 

তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন অনুযায়ী এ নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) কে সভাপতি ও উপসচিব (টিভি-২)কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন; মহাপরিচালক, বাংলাদেশ বেতার; মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর; ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি; এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এর সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু; নাট্যকার তারিক আনাম খান; চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী; চলচ্চিত্রকার ও প্রযোজক পিপলু আর খান; টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ড এর সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কিছুদিন আগে এবিষয়ে একটি কমিটি প্রণয়নের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই কমিটি গঠন করা হলো বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank