শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জীবনটাকে উপভোগ করা উচিত সবারই: শ্রাবন্তী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২০:১৩, ২৬ মে ২০২২

৬২৯

জীবনটাকে উপভোগ করা উচিত সবারই: শ্রাবন্তী

টলিউডের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি বিচ্ছেদ ইস্যুতে বেশ আলোচনায় ছিলেন। নতুন প্রেম কিংবা সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও পোস্টকরা; ইত্যাদি নিয়ে প্রতিনিয়ত সমালোচিত হন তিনি। এসব নিয়ে প্রায় দিনই নিন্দুকেরা তাকে আঘাত করে থাকেন। এগুলো অনেকটা সয়ে গেছে এই সুদর্শনীরা।

এসব সমালোচনা, ট্রোল শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলে? জবাব দিয়েছেন অভিনেত্রী। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলেন, ‘এগুলোকে একেবারেই পাত্তা দিই না। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাইকে নিয়েই মানুষ আজকাল ট্রোল-সমালোচনা করছে। সেখানে দাঁড়িয়ে আমাদের মতো তারকারা তো নগন্য! আমাদের নিয়ে ট্রোল-মিম করে যদি কারও ভিউয়ার্স বাড়ে, কিংবা উপরি রোজগার করে সংসার চালাতে পারেন, তাহলে কোনোভাবে হয়তো আমরা তাদের সাহায্য করছি।’

কীভাবে এসব ট্রোল-বিতর্ক এড়িয়ে ইতিবাচক ভাবনায় থাকেন শ্রাবন্তী? জবাবে তিনি বলেন, ‘যেখানেই নেগেটিভ কিছু দেখি, দূরে থাকি। ভাল থাকতে হবে। কারণ, জীবন একটাই। এই অতিমারী আমাদের অনেক কিছু শিখিয়েছে। দেখিয়েছে যে, জীবন কতটা অনিশ্চিত। আমি বিশ্বাস করি- বর্তমানে বাঁচা আর ভবিষ্যতটাকে সুরক্ষিত করার মন্ত্রে। সবটাই যার যার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। জীবনটাকে উপভোগ করা উচিত সবারই। মনের স্বাস্থ্যর খেয়াল রাখাটাও জরুরি।’

এদিকে আগামীকাল শুক্রবার (২৭ মে) মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর নতুন সিনেমা ‘ভয় পেও না’। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন দে। এতে শ্রাবন্তীর বিপরীতে আছেন ওম সাহানি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank