শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিনিশ গেইম স্টুডিও কিনছে নেটফ্লিক্স

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:২৬, ২ মার্চ ২০২২

৪৯১

ফিনিশ গেইম স্টুডিও কিনছে নেটফ্লিক্স

ফিনল্যান্ডের শেয়ার বাজারের তালিকাভুক্ত গেইমিং স্টুডিও নেক্সট গেইমস-কে কেনার প্রস্তাব দিয়েছে স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স।

বুধবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মোবাইল গেইমিং কোম্পানিটি।

নেটফ্লিক্স-এর ভাইস প্রেসিডেন্ট (গেইমস) মিখাইল ভার্দু জানিয়েছেন, নেক্সট গেইমস তাদের সাথে যোগ দেওয়ায় তারা খুশি।

নেটফ্লিক্স-এর ইন্টারনেট গেইম স্টুডিওর সক্ষমতা বাড়াতে মূলভাগে কাজ করবে নেক্সট গেইম।

এ ঘোষণার পর নেক্সট গেইমস-এর শেয়ার ১১৯ শতাংশ বেড়ে গিয়েছে।

২০২১ সালের নভেম্বরে মোবাইল গেইমিং বাজারে প্রবেশ করে নেটফ্লিক্স। নেক্সট গেইমস-এ ৭২ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স।

আগামী জুন মাসে লেনদেনের কাজ সম্পন্ন করতে চায় কোম্পানি দুইটি।

সূত্র: রয়টার্স

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank