বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণের তারকাদের যার যতদূর পড়ালেখা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৫৩, ২৪ জানুয়ারি ২০২২

৫৪৩

দক্ষিণের তারকাদের যার যতদূর পড়ালেখা

সিনেমায় অভিনয় করা তারকাদের অনেকে যেমন ছোটবেলাতেই পড়ালেখার পাট চুকিয়ে পুরোদস্তুর শিল্পী বনে গেছেন, তেমনি আবার অনেকে কিন্তু পড়ালেখার পেছনে অনেক সময় ও শ্রম ব্যয় করেছে।

আজকে জেনে নেওয়া যাক দক্ষিণ ভারতের কয়েকজন তারকার পড়ালেখা নিয়ে। এ লেখার উদ্দেশ্য কেবল পাঠককে জানানো, কোনো শিল্পীর বিদ্যার্জন বিষয়ে কোনো প্রকার বিচার করা নয়।

আল্লু অর্জুন

বর্তমানে পুষ্পা দিয়ে ইন্ডাস্ট্রি মাত করছেন দক্ষিণ ভারতের এ তারকা। তিনি ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন।

বিজয় দেবেরাকোন্ডা

বিজয় দেবেরাকোন্ডা তার বি. কম ডিগ্রি পাওয়ার পরেই অভিনয়জীবনে চলে আসেন।

প্রভাস

হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বি. টেক ডিগ্রি অর্জন করেছেন বাহুবলী তারকা।

ধানুশ

দ্বাদশ শ্রেণী পাস করার পরেই অভিনয় জগতে নাম লেখান ধানুশ। তবে কথিত আছে, তিনি দূরশিক্ষণ পদ্ধতিতে কম্পিউটার শিক্ষার ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন।

মহেশ বাবু

মহেশ বাবুও একজন বি. কম ডিগ্রিধারী ব্যক্তি। তিনি অভিনয় জগতে কাজ করার জন্য কলেজ থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলেন।

ইয়াশ

কেজিএফ খ্যাত এ অভিনেতা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর তিনি একটি নাট্যদলে ভর্তি হন।

সূত্র: বলিউড লাইফ

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank