শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২৩:১৪, ৮ মার্চ ২০২১

৮৪২

চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন

শাহীন আলম
শাহীন আলম

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের পরিচিত মুখ চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১গটার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬ মার্চ থেকে সেখানে লাইফ সাপোর্টে ছিলেন শাহীন আলম।

শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগে থেকেই তার বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার জ্বর আসে। আর শনিবার তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
 
১৯৮৬ সালে এফডিসির প্রতিভা অন্বেষন প্রকল্প নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তার প্রথম চলচ্চিত্র ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেন তিনি।

‘স্বপ্নের নায়ক’ ছবিতে সালমান শাহর সাথে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank