বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোকে কাতর শাকিব

বিনোদন ডেস্ক

১৮:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৮:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২১

৬৯৬

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোকে কাতর শাকিব

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র ও নাটকের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া খ্যাতিমান এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন শিল্পীরা।

সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তাটি হুবহু তুলে ধরা হলো-

বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তি এটিএম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও বিদায় নিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন বর্ষীয়ান এ অভিনেতা। তবে এত সহজ মানুষ ছিলেন, যার সঙ্গে সবকিছু অকপটে বলা যেতো। সর্বদা সুপরামর্শ পেয়েছি গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ। 

শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনে দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ। মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন। কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান!

নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা সবমাধ্যমে এটিএম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। অভিনেতা ছাড়া ছিলেন একজন চমৎকার লেখক, পরিচালক, চিত্রনাট্যকার ও কাহিনীকার। এমন মানুষ খুঁজে পাওয়া এসময়ে দুষ্কর।

কাজে কিংবা কাজের বাইরে সরল মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এটিএম শামসুজ্জামান আঙ্কেল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank