শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেন্সর ছাড়পত্র পেলো তানভীর মোকাম্মেলের ‌‌‘রূপসা নদীর বাঁকে’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১০:৪১, ১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৫:০৮, ১ ডিসেম্বর ২০২০

৯১২

সেন্সর ছাড়পত্র পেলো তানভীর মোকাম্মেলের ‌‌‘রূপসা নদীর বাঁকে’

আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত ছবি ‘রূপসা নদীর বাঁকে’। ছবিটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে নির্মিত। যাকে রাজাকাররা ১৯৭১ সালে হত্যা করেছিল। ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত। 

‘রূপসা নদীর বাঁকে’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ১০ই ডিসেম্বর। ১১ই ডিসেম্বর থেকে সবার জন্য ছবিটির প্রদর্শনী শুরু হবে।

২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে এই ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন প্রয়াত মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী।

ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানাসহ অনেকে।   

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank