শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আত্মীয়ের বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা সাব্বির আহমেদ 

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৩:০৮, ২৪ এপ্রিল ২০২২

৫৪৭

আত্মীয়ের বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা সাব্বির আহমেদ 

প্রতারণার অভিযোগে দুই আত্মীয়ের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করলেন ছোট পর্দায় নাট্য অভিনেতা সাব্বির আহমেদ।

রোববার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ‘র আদালতে সাব্বির আহমেদ মামলার আবেদন করেন।

আদালত এসয়ম বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আসামিরা হলেন, রেজাউল করিম এবং তার স্ত্রী লিপি আক্তার।

অভিযোগে বলা হয়, আত্মীয়তার সূত্র ধরে রেজাউল করিম ব্যবসা বৃদ্ধির জন্য টাকার প্রয়োজনে লভ্যাংশ দেয়ার কথা বলে ২০১৬ সালের ২৯ আগস্ট সাব্বিরের কাছ থেকে ৯ লাখ ৭২ হাজার টাকা, তার ভাই সাক্ষী ফজলে রাব্বির কাছ থেকে ২৩ লাখ নেন। ওই দিন এ মামলার আরেক সাক্ষী সুলতানা পারভীনের কাছ থেকে ৪ লাখ ৩৬ হাজার টাকা নেন রেজাউল। সর্বমোট আসামি ৩৭ লাখ ৮ হাজার টাকা নেন। ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে তিনি অঙ্গীকার করেন, সর্বমোট টাকার মধ্যে ১০/১৫ লাখ টাকা আসামি নগদে পরিশোধ করবেন এবং বাকী টাকা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পরিশোধ করবে। ভুক্তভোগীরা রেজাউল করিমের কথায় বিশ্বাস না করলে তার স্ত্রী লিপি আক্তার টাকার ফেরত দেয়ার আশ্বাস দেন তাদের।

সর্বশেষ ২০১৭ সাল শেষ পর্যায়ে চলে আসলেও আসামিরা তাদের টাকা পরিশোধ না করে তাল বাহানা শুরু করেন। পারিবারিকভাবে তাদের মধ্যে শালিসা বৈঠক করলেও আসামিরা প্রতিশ্রুতি দিয়েও কোনো টাকা না দিয়ে বারবার ঠিকানা বদল করে পালিয়ে বেড়াতে থাকেন। গত ২ ফেব্রুয়ারি এ বিষয়ে তারা আবার মুগদা থানাধীন এলাকার বাসায় শালিসা হয়। টাকা পরিশোধ করবে বললেও আসামিরা এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ না করে তাদের হুমকি দেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank